শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালন। ‘‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ভোটার সেবামূলক কার্যক্রম পরিচলনা প্রদর্শনী শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান হাওলাদার, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, কাউখালী প্রেসক্লাব সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদসহ আরও অনেকে।