শনিবার, ১৪ Jun ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সরকারি চালের বস্তার মোড়ক পরিবর্তনের সময় ১৬৩ বস্তা চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের মায়ের দোয়া ভাণ্ডার নামের একটি চালের আড়ত থেকে এসব চালের বস্তা জব্দ করা হয়। এ সময় আ. রহমান সরদার (৪৫) নামের এক জনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার আবদুর রহমান সরদারের বাড়ি উপজেলার মধ্য ভান্ডারিয়া গ্রামে। তিনি মায়ের দোয়া ভান্ডারের ব্যবস্থাপক।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে খেয়াঘাট সড়কে থাকা মায়ের দোয়া এন্টারপ্রাইজে দরিদ্রদের জন্য ‘শেখ হাসিনার বাংলাদেশ/ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান সংবলিত ৩০ কেজি ওজনের সরকারি চালের বস্তা পরিবর্তন করে নুরজাহান ব্র্যান্ড নামের মোড়কে এক নম্বর মিনিকেট চাল হিসেবে ভরা হচ্ছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩০ কেজি ওজনের সরকারি ৩৩ বস্তাসহ মোট ১৬৩ বস্তা চাল জব্দ করেন।
স্থানীয় একটি সূত্র জানায় মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিক মো. আলমগীর কবিরাজ দীর্ঘদিন ধরে পিরোজপুর জেলা ছাড়াও অন্যান্য জেলা, উপজেলার টিআর, কাবিখা ছাড়াও সরকারি সুবিধাভোগী বিভিন্ন মানুষের চাল কম মূল্যে ক্রয় করে সেগুলোর সঙ্গে কিছু মিনিকেট চাল মিশিয়ে নুরজাহান ব্রান্ড নামের বস্তা প্রিন্ট করে এক নম্বর মিনিকেট চাল বলে বেশি দামে বিক্রি করে আসছে।
এবিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি তদন্ত মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সরকারি চাল জব্দ করা হয়েছে এবং থানার উপ-পরিদর্শক (এস.আই) ইদ্রিস বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে রাতেই একটি মামলা দায়ের করা হয়।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান বিশ^াস জানান, উদ্ধার সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় উপপরিদর্শক ইদ্রিস বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে রাতেই মামলা দায়ের করেছেন।