শনিবার, ১৪ Jun ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের অনুষ্ঠানে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধরপাকড় ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার (৫ মার্চ) কসবা উপজেলায় দীর্ঘ ১ বছর পর নিজের নির্বাচনী এলাকায় স্মার্ট বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে গিয়েছিলেন আইনমন্ত্রী।
অনুষ্ঠান চলাকালীন সময়েই সংঘর্ষ ও ধরপাকর শুরু হয়।
সংঘর্ষের সময় বক্তব্য রাখছিলেন আইনমন্ত্রী। পরে ঘটনাস্থল ত্যাগ করে নিরাপদস্থলে চলে যান তিনি। এ ঘটনায় উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, স্মাট কার্ড বিতরণের সময় হলরুমের বাইরে বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল ও মেয়র প্রার্থী এম এ আজিজ গ্রুপের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে তা রূপ নেয় বড় সংঘর্ষে এবং এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।