শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কানপুরে ১৩ বছরের এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় মামলা করেন ওই কিশোরীর বাবা। মামলা করার দুদিন পরই গাড়িচাপায় নিহত হন তিনি। তিন ধর্ষকের মধ্যে প্রধান আসামির নাম গোলু যাদব। তার বাবা উত্তরপ্রদেশের কান্নুজ জেলার একটি থানায় এসআই হিসেবে দায়িত্ব পালন করছেন। মামলা করার পর থেকেই ধর্ষণের শিকার কিশোরীর পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছিল গোলু যাদব ও তার পরিবার।
গণধর্ষণের শিকার কিশোরীটির দাদার অভিযোগ করে বলেন, আমার ছেলেকে আসামিরা গাড়িচাপা দিয়ে হত্যা করেছে। মঙ্গলবার চা খেতে বাইরে গেলে রাস্তায় একটি ট্রাক মামলার বাদী কিশোরীর বাবাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর পরিবারের অন্য সদস্যরাও মামলার পর হত্যার হুমকি পাওয়ার কথা পুলিশকে জানান। স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।