শনিবার, ১৪ Jun ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল : পিরোজপুরের মঠবাড়িয়ায় মাংস ব্যবসায়ীদের (কসাই) কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারদের বিরুদ্ধে। পৌর শহরের নির্ধারিত পৌরকর পরিশোধ করার পরেও গরু প্রতি ২‘শ করে টাকা অতিরিক্ত নেয়ায় কসাইদের মধ্যে চাঁপা ক্ষোভ বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা যায়, মঠবাড়িয়া পৌর ইজারা হাটের অধীন মাংস ব্যবসায়ীরা চট খাজনা বাবদ সপ্তাহে ১‘শ টাকা, প্রতিটি গরু জবাই ব্যাবদ প্রতিদিন ৫০ টাকা, প্রতি গরু বাবদ পৌরকর ৫০ টাকা নিয়মিতভাবে পরিশোধ করেন মাংস ব্যবসায়ীরা। কসাইরা দেশের বিভিন্ন হাট থেকে গরু ক্রয় করেন এবং সরকার অনুমোদিত ইজারা পরিশোধ (খাজনা) রশিদ সংগ্রহ করেন। কিন্তু মঠবাড়িয়া পৌর শহরে আসলেই রশিদ থাকা স্বত্তে¡ও গরু প্রতি পুনঃরায় ২‘শ টাকা ইজারা আদায় করেন। রশিদবিহীন ওই টাকা নিয়মিতভাবে পরিশোধ না করলে ১০/১৫ জন লোক পাঠিয়ে ওই ব্যবসায়ীকে নির্দিষ্ট স্থানে ডেকে নিয়ে শাসানো হয় বলেও ভূক্তভোগীরা জানান ।
এ ব্যাপারে ইজারাদার মজিবুর রহমান সিকদার জানান, মঠবাড়িয়ার বাহির থেকে ক্রয়কৃত পশুর ইজারা রশিদ দেখালেও আমরা পশু প্রতি ২০০/২৫০ টাকা আদায় করি বলে অকপটে স্বীকার করেন। তিনি আরও বলেন, মঠবাড়িয়া উপজেলার মধ্যে ক্রয়কৃত পশুর ইজারা পাশ রশিদ দেখালে আমরা অতিরিক্ত টাকা আদায় করি না।