শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল : মুজিব শতবর্ষে পিরোজপুরের মঠবাড়িয়া প্রায় দুই কোটি ২৩ লাখ টাকা ব্যায়ে ডাঃ রুস্তুম আলী ফরাজি অনার্স কলেজের ৪ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে দৃষ্টি নন্দন আধুনিক এ কলেজ ভবনটি।
জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে ২ কোটি ২৩ লাখ টাকা ব্যায়ে সম্প্রতি দ্বিতীয তলা বিশিষ্ট আধুনিক এ স্কুল ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন হয়। মেসার্স তৌহিদুল বাশার এ ভবন নির্মানের কাজ বাস্তবায়ন করে। আধুনিক এ ভবনটিতে বিভিন্ন আধুনিক সুবিধার পাশাপশি রয়েছে ১২ টি ওয়াশরুম।
কলেজের অধ্যক্ষ শাহ আলম আল মারুফ বলেন, পিরোজপুর জেলার মধ্যে এ শিক্ষা প্রতিষ্ঠান টি অন্যতম। ২০০৫ সালে এ কলেজে অনার্স চালু হয়। অনার্স রয়েছে বাংলা, রাস্ট্র বিজ্ঞান, ইতিহাস, সমাজকর্ম, ব্যবস্থাপনা ও হিসাব বিজ্ঞান। ডিগ্রীতে রয়েছে বিএ, বিএসএস ও বিবিএস শাখা। উচ্চ মাধ্যমিকে রয়েছে বিজ্ঞান, মানবিক, ব্যাবসায় শিক্ষা ও ইসলামিক শিক্ষা। কারিগরী শাখায় রয়েছে হিসাব রক্ষন, কম্পিউটার শিক্ষা, মনব সম্পদ, উদ্যোক্তা উন্নয়ন ট্রেড চালু রয়েছে। তিনি আরও বলেন, আধুনিক দৃষ্টি নন্দন এ ভবনটি নির্মাণের ফলে কক্ষ সংকট দূর হয়েছে। শিক্ষার্থীরা এখন অনেক স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে। একই সাথে শিক্ষকরাও অনেক স্বাচ্ছন্দবোধ করছেন।
ম্যানেজিং কমিটির সভাপতি সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজি বলেন, শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব শতবর্ষে উপহার স্বরূপ আধুনিক এ ভবনটি নির্মাণ হওয়ায় শিক্ষার্থীরা অনেক স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে। শিঘ্রই আনুষ্ঠানিক ভাবে এ নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হবে। তিনি আরও বলেন পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন করবে সরকার।