বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৪:৫২ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে ছাগল চুরি কালে দুই চোরকে আটক করেছে থানা পুলিশ। জানা গেছে ১১মার্চ শনিবার রাত অনুমান ১২টার দিকে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের তাওহীদা বেগমের দুটি ছাগল চুরি হয়ে যায়। আনুমানিক ছাগল দুটির মূল্য দশ হাজার টাকা। পরে তাওহীদা বাদী হয়ে বেতকা গ্রামের মৃত হালিম হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৩৮) ও হোগলা গ্রামের সেলিম হাওলাদারের ছেলে জাকির হাওলাদার (৪০) কে আসামী করে মামলা দায়ের করলে কাউখালী থানা পুলিশ তাদের বাড়ি তল্লাশি করে ছাগল দুটি সহ তাদেরকে আটক করে। এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মজুমদার জানান, আমরা অভিযান চালিয়ে ছাগলসহ চোরদেরকে আটক করি এরা এলাকায় পেশাগত চোর হিসাবে চিহ্নিত। পরে আজ শনিবার চোরদেরকে পিরোজপুর জেল হাজতে প্রেরন করা হয়।