শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : “ মুজিব বর্ষের শফথ করি-প্লাষ্টিক দূষণ রোধ করি” এ প্রতিপাদ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশ^ ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পেওর শহরের বিভিন্ন গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ মোঃ আলী হাসান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতা নন্দ দাশ, শিক্ষক রুহুল আমীন, সাংবাদিক দেবদাস মজুমদার, মজিবর রহমান, ইসরাত জাহান মমতাজ, বঙ্গবন্ধু পরিষদেও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, এস আই শহীদ, বনিক সমিতি সভাপতি, শামসুল আলম প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, যার-যার অবস্থানে সচেতণ থাকলে দূষণমুক্ত সমাজ ব্যবস্থা গ্রহণ দ্রæত বাস্তবায়ন হবে। তিনি সকলকে এ বিষয়ে সচেতণ থাকার আহŸবান জানান।