শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছে, বিগত মেয়রের সময় দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয় নগর ভবন। উন্নয়ন কাজে ছিল পরিকল্পনার অভাব। যার খেসারত এখন দিতে হচ্ছে সাধারণ নগরবাসীকে। সাংবাদিকরা জাতির বিবেক। তারা হাত খুলে দূর্নীতির বিরুদ্ধে লিখবে, কোন বাধাই তাদের হটাতে পারবে না। কারো কাছে মাথা নত করার দরকার নেই, সব সময় সততার সাথে তাদের কলম চলবে। এমনকি আমি কোন দূর্নীতি করলে আমার বিরুদ্ধেও লিখবে।
শুক্রবার (১৮ মার্চ) রাতে নগরীর কালীবাড়ি রোডস্থ নিজ বাসভবনে বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।