শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল : পিরোজপুরের মঠবাড়িয়ায় দুঃস্থ্যদের মাঝে ঢেউটিন বিতরন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ৩ এপ্রিল শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্ধ হত দরিদ্র ১৩ টি পরিবারের মাঝে ঘর ছাউনির জন্য ২৬ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। এসময় তাদের হাতে নগদ ৩ হাজার করে টাকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, অফিস সহকারি মো. সেলিম মিয়া, অফিস সহায়ক মো. নুরুজ্জামান, মঠবাড়িয়া প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্ধকৃত এ অনুদান উপজেলার ১৩ টি হত দরিদ্র পরিবারের মাঝে ঘর ছাউনির জন্য ২৬ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার করে টাকা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা অব্যহত থাকবে।