বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৫:৪৭ পূর্বাহ্ন
স্বরূপকাঠিতে হরিনের মাংস সংরক্ষণ ও সরবরাহের আপরাধে মমতাজ বেগম (৫৮) নামে এক মহিলাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সন্ধ্যায় সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। অর্থ দন্ডপ্রাপ্ত মমতাজ পৌর শহরের জগৎপট্টি এলাকার মৃত ফজলুল হকের স্ত্রী। জানাগেছে, গোপন সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট পুলিশ সাথে নিয়ে ওই বাড়িতে অভিযানে যান এবং তিনটি পাত্রে প্রায় ১০ কেজি হরিনের মাংস পান। এ সময় তিনি পুলিশকে মমতাজকে আটকের নির্দেশ দেন। পরে বিচারক আদালত বসিয়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন – ২০১১ এর ২২ ধারায় মমতাজকে পাঁচ টাকা জরিমানা করেন।