শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর কলেজ ছাত্র আল আমিন (২২) হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত ৪ আসামী জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার বিকেলে ৩ দিনের রিমান্ডে এনেছে থানা পুলিশ। গত ৯ এপ্রিল পুলিশ গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারকি হাকিম মো.কামরুল আজাদ ৩ দিনের রিমান্ড মঞ্জুন করেন।
আসামীরা হলো- উত্তর ভেচকী গ্রামের ওয়ারেছ খাঁর ছেলে আল আমিন খাঁ (২১), মনু খাঁর ছেলে আল আমিন (২৭) মৃত গফ্ফার সরদারের ছেলে আশ্রাফ ওরফে হুমায়ুন (২২) ও আলম বেপারীর ছেলে আরিফ (২১)।
উল্লেখ্য, গত রোববার রাতে (৪ এপ্রিল) উপজেলার উত্তর ভেচকী (বাইশ কুড়া) গ্রামের সিদ্দিক আকনের পুত্র ও ডৌয়াতলা ওয়াজেদ আলী খান কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র আল আমিনের লাশ বাড়ীর সামনের ফসলের মাঠ থেকে উদ্ধার করে থানা পুলিশ। ঘটনার পরের দিন সোমবার দুপুরে নিহতের বাবা সিদ্দিক আকন অজ্ঞাতনামা আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মাদক সেবনকে কেন্দ্র করে এ হত্যাকান্ডটি ঘটেছে। আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ব্যাপক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের রহস্য উদঘটন করা যাবে বলে তিনি দাবি করেন।