শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ ৬ জন গুরুতর আহত হয়েছে। ২৪ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলার উলুবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। আহতরা হলেন- ওই গ্রামের মৃত রাখাল সমাদ্দারের ছেলে কেশব সমাদ্দার (৬৫), দীপক সমাদ্দারের স্ত্রী কাজুরি (৩০), কেশব সমাদ্দারের স্ত্রী সুশীলা রানী (৫৫), ছেলে দীপক (৩০), মৃত. মোসলেম মীরের ছেলে মজিবর (৫৫) ও মৃত. সতীশ সমাদ্দারের ছেলে সুজন সমাদ্দার (৩৫)। পুলিশ হাসপাতাল পরিদর্শণ করেছেন।
আহত সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয় জনৈক সালাম খানের ক্ষেতের মুগডাল ননী শিকদারের গরুতে খেয়ে নস্ট করে। ঘটনাটি দ্বীপক সমাদ্দার ওই সালাম খানকে অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার সন্ধ্যার পর ননী শিকদার, চিত্ত শিকদারের ছেলের চিন্ময়, ননী শিকদারের ছেলে নান্টু, মৃত. কান্ত শিকদারের ছেলে ননী ও পুলিন শিকদার, পুলিন শিকদারের ছেলে চঞ্চলসহ অজ্ঞাত ৩-৪ জন ব্যক্তি ফিল্মি স্টাইলে কেশব সমাদ্দারের বাড়িতে হামলা চালিয়ে ৪ জনকে গুরুতর আহত করে। এসময় মারামারি ঠেকাতে গিয়ে মজিবর মীর ও সুজন সমাদ্দার আহত হন। এ ব্যপারে চিত্ত শিকদারের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।