গত ২৪ তারিখে চট্টগ্রাম এর একটি লোকাল অনলাইন নিউজ পোর্টাল (চট্টলা ২৪) বাংলাদেশ মেইল নিউজ পোর্টালে
পুলিশ সাংবাদিক চাঁদাবাজি শিরোনামে প্রকাশিত বি এম এস এফ এর কেন্দ্রীয় কমিটির সহ- সম্পাদক সোহাগ আরেফিনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদ করছি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল কবির সোহেল।
এ ব্যাপারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সম্পাদক সোহাগ আরেফিনের কাছে জানতে চাইলে সাংবাদিক সোহাগ আরেফিন বলেন – আমার এলাকার বাসা থেকে ৫০গজ দুরে একটি মারামারির ঘটনা ঘটে খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই এবং আমি নিজেও উক্ত এলাকার ছেলে হিসেবে তাদের মারামারি করা থেকে বাধা প্রদান করি এবং পরামর্শ দেই আইনি সহায়তা নেওয়ার জন্য, এই ঘটনাকে কেন্দ্র করে হালিশহর থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়, ওই মামলার এজাহারে আমার নাম না থাকা সত্ত্বেও একটি নিউজ পোর্টাল (চট্রলা 24) আমার ছবি এবং ফেসবুক আইডি নিউজে প্রকাশ করে, এতে করে সোহাগ আরেফিনের মান -সন্মান ক্ষুন্ন হয় তাই আমি এই প্রকাশিত নিউজ এর তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি।এবং যে সকল লোক মিথ্যা ও বনোয়ট সংবাদ প্রচার করে সহ- সম্পাদক সোহাগ আরেফিন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর ভাবমূর্তি নস্ট করতে চায় তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবী জানাই।
এনামুল কবির সোহেল
সাংগঠনিক সম্পাদক
বি এম এস এফ
কেন্দ্রীয় কমিটি।