জানাগেছে, কাউখালীতে চলমান করোনা সংকটকালে প্রশাসন ব্যাপক প্রচারণা ও লকডাউন কর্মসূচি কঠোরভাবে বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে চলতি সপ্তাহে ১৮জন করোনা পজেটিভ ধরা পড়ে। এর মধ্যে লাল পতাক উড়িয়ে পাঁচ বাড়ি সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে প্রশাসন। এসব বাড়িতে প্রশাসন খাদ্য উপকরণ সহায়তা দিয়ে তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে।
বিষযটি নিশ্চিত করে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খারেদা খাতুন রেখা বলেন, উপজেলা সদরের আইরন, হাজীপাড়া ,রঘুনাথপুর ও আমড়াজুরি মহল্লার গৃহবধূ সেলিনা হোসেন, মেহেদী হাসান, মফিজুল ইসলাম,নয়ন খান ও ব্যাংকার রাকিব হাসানের বাড়িতে লাল পতাকা উড়িয়ে সম্পূর্ণ লকডাউনে রাখা হয়েছে।
এ বিষয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, ১৮ জন করোনা সংক্রমণের মধ্যে ১৩ জন চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন। বাকি পাঁচ জন সম্পূর্ণ হোমকোয়রেন্টাইনে রেখে প্রয়োজনী চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।