বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
পিরোজপুরের ইন্দুরকানীতে প্রচণ্ড তাপদাহ, খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে ইসতেস্কার নামাজ আদায় করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) সকালে ইন্দুরকানী বাজার-সংলগ্ন সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাঠে এলাকাবাসীর উদ্যোগে মুসল্লিরা এ নামাজ আদায় করেন।
নামাজ শেষে মহামারি করোনা ও অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বৃষ্টির প্রার্থনায় আয়োজিত বিশেষ এই নামাজ ও মোনাজাত পরিচালনা করেন ইন্দুরকানী থানা জামে মসজিদের ইমাম মাওলানা সেকান্দার আলী মীর।
অংশগ্রহণকারীরা জানান, বৈশাখ মাসের ১৬ দিন পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ইসতেস্কার নামাজ আদায় করা হয়।
তারা আরও জানান, আল্লাহ সৃষ্টির কল্যাণে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। কোরআনের অনেক জায়গায় আসমান থেকে পানি বর্ষণের কথা উল্লেখ আছে। বৃষ্টির পানি বর্ষণের মাধ্যমে আল্লাহ মানুষের জন্য রিজিকের ফয়সালা করেন।