রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভান্ডারিয়ায় মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত কাউখালীতে সমুদ্রগামী জেলেদের মাঝে চাল বিতরণ শারীরিক সম্পর্ক করতে গিয়ে  নারীর ধাক্কায় মারা যান বৃদ্ধ পিরোজপুরে বৈদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু শিয়ালকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন মারা গেছেন পিরোজপুরে মাদরাসা ছাত্র হত্যা মামলার ৪ জনকে যাবজ্জীবন ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা (ভিডিও) কাউখালীতে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি কাউখালীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী পালন কাউখালীতে খালে পড়ে যুবকের মৃত্যু ইন্দুরকানীতে রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু কাউখালীতে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় ও ভেজাল সার বিক্রয় বন্ধের জন্য বিক্রিতাদের অবহিত করন সভা ভান্ডারিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক নেছারাবাদে প্রাণীসম্পদের সহায়তার পণ্য চুরি, ধরাপড়ে ফেরৎ দিলো কর্মকর্তা কাউখালীতে জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত কাউখালীতে আন্তর্জাতিক নারী স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপন ভান্ডারিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পারিবারিক অসম্মতিতে বোনের বিয়ে নিয়ে দ্বন্দ্ব দুই বেয়াইর মধ্যে সংঘর্ষ; আহত ২, গ্রেপ্তার- ১ মিরাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞ ভান্ডারিয়া পৌরবাসী- সাবেক পৌর প্রশাসক -ফাইজুর রশিদ খসরু
পিরোজপুরে টাউট রফিকুল ইসলামের কাছে এক অসহায় পরিবার জিম্মি ও পালিয়ে বেড়াচ্ছেন

পিরোজপুরে টাউট রফিকুল ইসলামের কাছে এক অসহায় পরিবার জিম্মি ও পালিয়ে বেড়াচ্ছেন

সুমন খান,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলা  রাজাবাড়ী বলদিয়া ইউনিয়নের টাউট রফিকুল ইসলামের কাছে এক অসহায় পরিবার জিম্মি ও পালিয়ে বেড়াচ্ছেন এমন  অভিযোগ করে ভুক্তভুগি পরিবার

ক্ষুদ্র কথার রেশ ধরে বয়স্ক মহিলা,পুরুষ  সহ অল্প বয়সী বধুদের বেধম  মারধর করার গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি এলাকায়র মোঃ রফিকুল ইসলাম গংদের বিরুদ্ধে। স্থানীয় সূত্র জানায় রাজাবাড়ি এলাকার মৃত আলকাজ উদ্দিনের ছেলে মোঃ রফিকুল ইসলামের (৬০) পারিবারিক ভাইয়ের  মেয়ে সংক্রান্ত তুচ্ছ কথাকে কেন্দ্র করে মারামারির সূত্রপাত। গত ২২/০৪/২০২১ তারিখ সকালে একতরফা ভাবে অমানবিক কায়দায় মোঃ সান্টুকে অমানবিক কায়দায় মারধর করে। এসময়ে তার স্ত্রী হাফিজা বেগম  ও  তার তিন মেয়েকে মারধোর করারও গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র আরও জানায়, রফিকের ভাতিজি নজরুলের মেয়ে লামিয়ার(১৭) বিয়ে হয় মাত্র একমাস আগে বিবাহিত ছেলে রাজাবাড়ি এলাকায়র নষ্ট প্রকৃতির বিবাহিত মোঃ লিটুর সাথে। এক মাস আগে বিয়ে হওয়া লামিয়ার আগাম বাচ্চা হওয়ার সংবাদ রাজাবাড়ি এলাকায় মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আর সেই রেশ ধরে টাউট ও নারী লোভী রফিক প্রতিবেশী সান্টু(৫৫) সহ হাফিজা(৪০), সালমা(২৩), আসমা(১৯) কে অমানবিক কায়দায় মারধর করার গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে। পাশাপাশি রফিকের ভাই  মোঃ  নজরুলের দুই  মেয়ে ও ছেলের বউ সাবিনাও মারামারিতে অংশ নেয় বলে এলাকার লোকজন গণ মাধ্যম কর্মী দের জানান। এদিকে আন্তর্জাতিক বুদ্ধিমান ও টাউট খ্যাত রফিকের বউ সহ চার মেয়েও নিঃলজ্জ ভাবে বেহায়ার মত  হাফিজা ও তার  তিন  মেয়েদেরকে সংঘবদ্ধ হয়ে  মারধর করে।তবে  আসমার মাকে কামড়াতেও ভুল করেনি নষ্ট চক্ররা। অবশ্য  বিতর্কিত  পরিবারের নজরুল ও রফিকের মেয়েরা আসমাকে মারতে মারতে বিবশ্র  করে ফেলে বর্বর কায়দায়। রফিক ও নজরুল গংরা সান্টুর ছেলে আজীম কে মারতে ভুল করেনি। গত ২৪ তারিখের ঘটনা নিয়ে সমগ্র স্বরূপকাঠি  এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।  এ ব্যাপারে হাজীবাড়ী এলাকার বেশির লোকজন গণ মাধ্যম কর্মীদের জানান, লামিয়ার বিষয়ে তুচ্ছ কথাকে কেন্দ্র করে সন্ত্রাসী কায়দায় মারধর করা ঠিক হয়নি। কোন সভ্য পরিবারের সদস্যরা এত বড় নগন্য কাজ করতে পারেনা। অবশ্য  ভিন্ন কথা বলেন বেশ কিছু সচেতন   লোকজন। তারা অকপটে বলেন রফিক আমাদের এলাকায় একজন টাউট হিসেবে সকলে চিনে। সকল প্রকার খারাপ কাজ করতেও দ্বিধা বোধ করে না। আপন ভাতিজা লামিয়া কে নিয়ে নষ্ট খেলায় মেতেছেন। বয়স হওয়ার আগেই ভূয়া কাগজ পত্র তৈরি করে লম্পট বিবাহিত লিটুর সাথে গোপনে বাল্য বিয়ে দেয়। অপর দিকে লিটু তার সদ্য তিন মাসের বিবাহিত স্ত্রীকে জোর করে তালাপ দেয় বলে এলাকার লোকজন জানান। আসলেই রফিক ও নজরুলের পরিবার আমাদের এলাকায় চরম বিতর্কিত। স্বার্থের জন্য এরা সবকিছু করতে পারে।
 এদিকে মারামারির ঘটনাকে কেন্দ্র করে নেছারাবাদ থানায় প্রথমে অভিযোগ  করেন মোঃ সান্টু মিয়া । পরবর্তীতে থানা কতৃপক্ষ সঠিক  তথ্য উদঘাটন করে মামলা নেন। মামলার বাদী মোঃ সান্টু মিয়া। মামলার ধারা অনুযায়ী
১৪৩/৩৪১/৩২৩/৩৫৪/৩৭৯/৫০৬ পেনাল কোড অনুযায়ী মামলা লিপিবদ্ধ হয়। মামলার প্রধান আসামী মোঃ রফিকুল ইসলাম (৬০), মোঃ নজরুল ইসলাম (৫৪), মোঃ বেল্লাল (৩০), মোঃ লিটু(২৫), মোসাঃ শরীফা(৩৫), মোসাঃ খাদিজা ((২৮) ও মোসাঃ সাবিনা (২৭) প্রমুখ। সর্বশেষ তথ্য মতে বর্তমানে আসামীরা গাঢাকা দিয়েছে বলে এলাকার লোকজন জানান।এলাকার স্থানীয় জনপ্রতিনিধি সমগ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয় চেয়ারম্যান মোঃ শাহিন আহমেদও পুরো বিষয়টি নিয়ে কঠিন নিন্দা জানায়। পাশাপাশি প্রকৃত অপরাধীর কঠিন শান্তির দাবি জানান।
অবশ্য নেছারাবাদ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহসী উচ্চারণ করা অফিসার আবির মোঃ হোসেন গণ মাধ্যম কর্মীদের জানান, সমগ্র  ঘটনার সত্যতা নিশ্চিত করেন।সব কিছু যাছাই বাছাই করার পর  মামলা নেওয়া হয়েছে। তবে সান্টু মিয়া  মিডিয়াকে বলেন, আমি ন্যায়ের পক্ষে সঠিক বিচার চাই। লম্পট মোঃ রফিকের  দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana