রবিবার, ০৪ Jun ২০২৩, ০৭:৩০ পূর্বাহ্ন
ছোটবেলায় বাজারের টাকা মেরে খায়নি এমন ছেলে খুঁজে পাওয়া অসম্ভব! শরণখোলা উপজেলার কালা জাহাঙ্গীরের মেয়ের হবু জামাই দাতাল মাসুদ দীর্ঘদিন যাবত এই উপজেলায় বসবাস করে আসছে।
কালা জাহাঙ্গীর সব সময়ই ঘরের যাবতীয় বাজারঘাট করে আসছে। গতকাল তিনি অসুস্থতার কারনে তার মেয়ের হবু জামাই দাতাল মাসুদে বাজার করতে পাঠায়, বিপত্তি বাজে এখানেই!
তার জামাই দাঁতাল মাসুদ ২০০ টাকায় যাবতীয় বাজার করে বাড়িতে ফিরে ৩০০ টাকার হিসাব দিলে বাবা কালা জাহাঙ্গীর তা যাচাই করতে দৌঁড়ে বাজারে চলে যান, মানবিক দোয়া ষ্টোর থেকে সব কিছু দাম যাচাই করে তিনি জানতে পারেন, এখানে মাত্র দুইশো টাকার বাজার করা হয়েছে। আর জামাই বাড়িতে তিনশো টাকার হিসাব দিয়েছে।
রাগান্বিত হয়ে বাড়িতে ফিরে জামাইকে চোরের বাচ্চা চোর বলে অনেক গালাগালি করে!! সাথে সাথে ছেলে তার বাবার ভুল ধরিয়ে দেয়। বাবা চোরের বাচ্ছা হলে চোর তো তুমি?? সে ভুল বুজতে পেরে তার রাগ আরও বেড়ে যায়, এক পর্যায়ে তিনি তার রাগ সামলাতে না পেরে মৌখিক ভাবে বলতে থাকে “তকে ত্যাজ্যপুত্র করে দিলাম!!! আইন অনুযায়ী এখন আর মৌখিক কথার কোনো মূল্য না থাকায় আর আইন অনুযায়ী জামাইকে ত্যাজ্যপুত্র করার অধিকার তার শশুরের নেই তাই গ্রামে সালিশের মাধ্যমে এলাকা বাসী পিতা জামাইয়ের বাজার নিয়ে মনমালিন্য দূর করেন!
আজ বিকালে তাদের দু’জনকে গ্রামের মেঠোপথে কাঁধে হাত রেখে হাঁটতে দেখা যায়!
সিরিয়াসলি নিবেন না নিবেদনের জন্য – ইয়ার্কি
সুত্র sundarban24.com