শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদুজ্জামান মিলুর বিদায়ী সংবর্ধনা বৃহস্পতিবার দুপুরে থানা চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) হাসান মোস্তফা স্বপন।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিদায়ী সংবর্ধনায় আরও বক্তব্য রাখেন, এস আই জাকির হোসেন, জাফর আহম্মেদ. সাইফ মোঃ আসাদ, মাইনুল হোসেন প্রমূখ।
আ.জ.ম মাসুদুজ্জামান মিলু ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ অফিসার ইনচার্জ হিসেবে মঠবাড়িয়া থানায় যোগদান করেন। ওসি হিসেবে দীর্ঘ দিনের দায়িত্ব পালন কালে অপরাধ দমনে পিরোজপুর জেলায় ৩ বার ও বরিশাল বিভাগীয় পর্যায় ২ বার শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) হাসান মোস্তফা স্বপন বলেন, আ.জ.ম মাসুদুজ্জামান মিলু নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে। সরকারি বদলী জনীত কারনে সে পিরোজপুর সদর থানায় বদলী হয়েছে।