সোমবার, ১৬ মে ২০২২, ০৮:৪২ অপরাহ্ন
পবিত্র রমজানের প্রথম ১০ দিনে মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের মুসল্লিদের মধ্যে ১০ লাখ ইফতার বিতরণ করা হয়েছে। সৌদির বিভিন্ন সরকারি-বেসরকারি দাতব্য সংস্থার সমন্বয়ে এসব ইফতার বিতরণ করা হয়। সৌদি বার্তা সংস্থার সূত্রেে আরব নিউজ এ তথ্য জানা যায়।
পবিত্র মসজিদুল হারামের চত্বর বিভাগের প্রধান মুসা বিন মুহাম্মদ আল কিয়াদি জানান, মসজিদ চত্বরে মুসল্লিদের মধ্যে শতাধিক লোক ইফতার নিয়ন্ত্রণ করছেন।
তা ছাড়া দৈনন্দিন খাবার হিসেবে পানি, খেজুর, জুস ও প্যাস্ট্রি কেক পরিবেশন করছেন আট হাজার কর্মী। ১২ মিটার দৈর্ঘ্য ১০ হাজার ইফতার দেওয়া হয়।
ইফতার বিতরণে কাজ করছে প্রায় ৬৭টি সংস্থা। সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষের সমন্বয়ে তা পরিবেশন করা হয়।
এদিকে মসজিদে নববি চত্বরে রমজানের প্রথম দশকে ১৩ লাখ ইফতার বিতরণ করা হয়। রমজান মাসের এ সময়ে পবিত্র এ মসজিদ পরিদর্শন করেন ৬০ লাখ লোক। এদের মধ্যে তিন লাখ মুসল্লি রওজা শরিফের নামাজের জন্য বুকিং দেন।
সূত্র : আরব নিউজ