সোমবার, ১৬ মে ২০২২, ১০:০১ অপরাহ্ন
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদ ও ৫ ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে ঈদের আগাম শুভেচ্ছা বিনিময় করেছেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো: মহিউদ্দিন মহারাজ ও জেলা পরিষদের সাবেক সদস্য আবুল কালাম আজাদ ইমরান।
রবিবার (২৪ এপ্রিল) বিকালে ইন্দুরকানী উপজেলা পরিষদ কনফারেন্স হলে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মহিউদ্দিন মহারাজ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আবুল কালাম আজাদ ইমরান, উপজেলা ভাইস-চেয়ারম্যান রুহুল আমীন বাগা, মহিলা ভাইস-চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা জেপির আহবায়ক ও পত্তাশী ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মসিউর রহমান মঞ্জু, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন, ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, ইউপি সদস্য মিজানুর রহমান, শেখ মনিরুজ্জামান, আবুল বাশার, আবুল কালাম, রফিকুল ইসলাম, আসমা বেগম প্রমুখ।
এসময় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ ও জেলা পরিষদ এর সাবেক সদস্য শেখ আবুল কালাম আজাদ ইমরান সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এবং ইউপি সচিবগনকে ঈদের উপহার সামগ্রী প্রদান করেন।