সোমবার, ১৬ মে ২০২২, ০৯:৫৬ অপরাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনার আহত সাহেব আলী (৬০) দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যু বরণ করেন। সাহেব আলী নাজিরপুর উপজেলার পাকুরিয়া গ্রামের মৃত মুনসুর আলী ফকিরের পুত্র। সে দীর্ঘ দিন যাবৎ ভান্ডারিয়া পৌরসভার দক্ষিণ ভান্ডারিয়ায় বসবাস করত।
মৃত সাহেব আলীর পুত্র আলমগীর ফকির জানান, গত বুধবার (২৭ এপ্রিল)রাত নয়টার দিকে তার বাবা বাজার থেকে বাসায় ফেরার পথে দক্ষিন ভান্ডারিয়া মন্দির সংলগ্ন সড়কে পিছন থেকে মোটর সাইকেলে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় সাহেব আলী মাথায় আঘাত পেয়ে মস্তিস্কে রক্তক্ষরণ হয়। প্রথমে ভান্ডারিয়া স্বাস্থ্যা কমপ্লেক্সে ও পরে বরিশাল শেরে ই বাংলা কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।