নাজিরপুর থানার ওসি মো হুমায়ুন কবির জানান, শ্রীরামকাঠী ইউনিয়নের মধ্য জয়পুরে বৃহস্পতিবার দুপুরে ধর্ষণের ঘটনা ঘটে; বিকালে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তারক মজুমদার (৩৫) মধ্য জয়পুরের বিমল মজুমদারের ছেলে।
এ বিষয়ে শিশুটির মায়ের অভিযোগ, দুপুর ১টার দিকে এক আত্মীয়ের বাড়ি গিয়ে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল তার মেয়ে। এ সময় শিশুটিকে লিচু খাওয়ানোর লোভ দেখিয়ে তারক তার শাশুড়ির ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে মেয়ে চিৎকার করলে তারক পালিয়ে যান।
মেয়েটিকে ‘গুরুতর অসুস্থ’ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার ডাক্তার তাকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠান বলে জানান মেয়েটির মা।
ওসি হুমায়ুন বলেন, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে বিকালের মধ্যেই তারককে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।