সোমবার, ১৬ মে ২০২২, ০৮:৫৯ অপরাহ্ন
জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সয়াবিন তৈল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আর এ অভিযানটি উপজেলার বিসমিল্লাহ অয়েল ভান্ডারের গুদামে পরিচালনা করা হয়। অভিযান চালানোর সময় বিসমিল্লাহ অয়েল ভান্ডারের গুদামে সাড়ে ১১ হাজার লিটার খোলা সয়াবিন তেল পেয়েছে ভ্রাম্যমাণ আদালতের টিম।
এ সময় অবৈধভাবে তেল মজুত করার অপরাধে বিসমিল্লাহ অয়েল ভান্ডারের মালিক মো. রমজান মোল্লাকে ৩০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকালে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের বিকাল বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিসমিল্লাহ অয়েল ভান্ডারে সাড়ে ১১ হাজার লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়। গুদামজাতকরন ও গুদামে অবৈধভাবে তেল মজুত করার দায়ে বিসমিল্লাহ অয়েল ভান্ডারের মালিক রমজান মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করে দ্রুত গুদাম খালি করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। অন্যথায় আবারও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সব তেল জব্দ করবেন বলেও তাঁকে হুঁশিয়ারি দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনগনের স্বার্থে উপজেলার বড় বড় বাজারগুলোতে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে এবং তা অব্যাহত থাকবে।