রবিবার, ২৬ Jun ২০২২, ১১:৪৩ অপরাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক (অনূর্ধ্ব-১৭) ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে শনিবার বিকেলে ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, উপজেলা আওয়ামীযুবলীগের সাধারণ সম্পাধক এহসাম হাওলাদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলগের সভাপতি স্বপন সিকদার, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজাদ, ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ আহম্মেদ প্রমূখ।
টুর্নামেন্টের ফাইনালে ভান্ডারিয়া পৌরসভা ও তেলিখালী ইনিয়ন মুখোমুখি হয়। শ্বাসরুদ্ধকর এ ম্যাচে উভয় দল নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ভান্ডারিয়া পৌরসভা ৫-৪ গোলে জয় নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ান হয়ে জেলা পর্যায়ে খেলার কৃতিত্ব অর্জন করে।
মাঠে খেলা পরিচালনা করেন নজরুল ইসলাম বিশ্বাস এবং তার সহকারী ছিলেন ইয়াদ সিকদার রাকিব ও জয়নাল আবেদীন হোসেন।