সোমবার, ২৭ Jun ২০২২, ১২:১৪ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে আজ বুধবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় শুরু হয়ে বিকেল পাঁচ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। আব্দুর রহমান আপেল প্রতীক নিয়ে ৫৪৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।
ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আল মামুন হাওলাদারের মৃত্যুতে পূনঃনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ১৭শ ৫৫ভোটের মধ্যে ১হাজার ৭৮ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
আব্দুর রহমান হাওলাদার আপেল প্রতীকে ৫৮৯ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শামীম হাওলাদার মোরগ প্রতীকে ৩২১ ভোট, মো. এমাদুল হক বৈদ্যতিক পাখায় ১৬ ভোট, জাকির তালা প্রতীকে ২৬ ভোট এবং মো. জহিরুল ইসলাম ৮ ভোট পায়। ১০ ভোট বাতিল হয়।
ভোট গণনা শেষে প্রিজাইটিং অফিসার উপজেলা যুবউন্নয়ন অফিসার মো. সাখাওয়াত হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দ্বায়ীত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ। উপস্থিথ ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. ইউসুফ হারুন।
অন্যদিকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে থানা পুলিশ, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান(র্যাব) সহ চার স্তরের আইন শৃংঙ্খলা বাহীনির সদস্যরা উপস্থিত ছিলেন।