ভান্ডারিয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ স্বাধীন ও রুবেল (৩৬) নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকালে ভান্ডারিয়া লঞ্চ টার্মিনালে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এমবি যুবরাজ -৭ লঞ্চে জাতীয় পার্টি জেপির নেতাকর্মীরা উঠছিলেন। এসময়ে এই ঘটনা ঘটে।
লঞ্চে প্রবেশের সময় প্রবাস ফেরত রুবেল হাওলাদার (৩৬) কে তল্লাশি চালিয়ে একটি চাইনিজ কুঠার, একটি ছুরি উদ্ধার করা হয়। রুবেল গৌরিপুর ইউনিয়নের ৩ নং ওর্য়াডের আঃ হাকিম হাওলাদারের ছেলে।
এছাড়াও তল্লাশি চালিয়ে স্বাধীন হাওলাদারের থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। স্বাধীন ধাওয়া ইউনিয়নের ১ নং ওর্য়াডের মনিরুজ্জামান হাওলাদারের ছেলে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান বিশ্বাস জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।