কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি ।
পিরোজপুরের কাউখালীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে (২১ মার্চ) পিরোজপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণের এসআই জামাল হোসেনের নেতৃত্বে কাউখালী উপজেলার শিয়ালকাটি ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের নুরুল ইসলামের ঘরের তল্লাশি করে তার ছেলে জাহিদ হোসেন (৪২)কে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, জাহিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।