মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০১:১৮ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার (২১মার্চ) ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের- ২০২৩ এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মিলাদ, ফুলের শুভেচ্ছা,পরীক্ষার সময়সূচি এবং কলম বিতরণ করা হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক সঞ্জীব কুমার হালদার, আকতার হোসেন, অভিভাবক আবুবক্কর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তানহা আক্তার ও আফিয়া আক্তার। দোয়া মোনাজাত পরিচালনা করেন শিক্ষক আক্তার হোসেন। পরে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে ৮৮জন বিদায়ী শিক্ষার্থীদের এক ফটো শেসনে মিলিত হন।