বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানীতে চন্ডিপুর ইউনিয়ন মানবিক কল্যান পরিষদের উদ্যোগে রোযাদারদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) সকালে কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩০ জন রোযাদার ব্যক্তির মাঝে সংগঠনটির পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরনকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, চিরা, চিনি, খেজুর, সেমাই ও ট্যাং।
এ সময় উপস্থিত ছিলেন চন্ডিপুর ইউনিয়ন মানবিক কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেস্টা মো: রফিকুল ইসলাম টুকু, উপদেস্টা সদস্য ও ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জে আই লাভলু,আউয়াল হোসেন, ডা: গিয়াস উদ্দিন, যুগ্ন- আহবায়ক রহিম আকন, ছাবিদ কবির,ফারদিন জিহাদ প্রমুখ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম টুকু এ বিষয়ে বলেন, চন্ডিপুর ইউনিয়ন মানবিক কল্যান পরিষদ একটি অরাজনৈতিক সামাজিক সেবা মুলক প্রতিষ্ঠান। এলাকার অসহায় দরিদ্র মানুষদেরকে সাহায্য সহযোগীতা করাই আমাদের মূল উদ্দেশ্য। এর আগে আমরা সংগঠনটির পক্ষ থেকে থ্যালাসেমিয়ায় আক্রান্ত চন্ডিপুর গ্রামের শিশু সুমাইয়াকে চিকিৎসার জন্য ২৭৫০০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান, ৩ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং ৮০ জন শীতার্ত ব্যাক্তির মাঝে কম্বল বিতরণ করেছি। ভবিষ্যতে আমাদের এ সংগঠনটির পক্ষ থেকে হতদরিদ্রদের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ছবির ক্যাপশন: পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানীতে চন্ডিপুর ইউনিয়ন মানবিক কল্যান পরিষদের উদ্যোগে রোযাদারদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।