বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৫:০৯ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে গ্রামবাসীর গন পিটুনিতে কবির মৃধা (৩৫) নামে এক দাগী চোর মারা গেছে। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত কবির মৃধাকে জেলা হাসপাতালে আনার পথে সে মারা যায়। নিহত কবির মৃধা সদর উপজেলার বাদূরা গ্রামের মৃত কাদের মৃধার ছেলে। তার বিরুদ্ধে পিরোজপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
সদর উপজেলার শংকরপাশা ইউপির চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন স্বপন মল্লিক জানান, দির্ঘদিনের দাগী চোর কবির মৃধা। তার প্রতিনিয়ত চুরির ঘটনায় গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠছিল। বৃহস্পতিবার বাদূরা গ্রামের মোশারেফ মৃধার ঘরে সকলের অগোচরে প্রবেশ করে কবির। এক পর্যায় রাত পৌনে তিনটার দিকে গৃহকর্তা টের পেলে চোর (কবির মৃধা) খাটের নীচে লুকিয়ে পড়ে। পরে ঘরের মহিলারা খাটের নীচে তাকাতেই মহিলাদের পোশাক পরিহীত অবস্থায় কবিরকে দেখতে পেয়ে ঝাপটে ধরে। এসময় চোরের গায়ের পোশাক খুলে গেলে চোরকে চিনতে পেরে ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে করিকে লাঠিসোটা দিয়ে বেদম প্রহার করলে সে গুরুতর আহত হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ চোর কবিরকে জেলা হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। এজাহার পেলে ব্যবস্থার কথা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।