বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৪:৪৩ পূর্বাহ্ন
কৃষক আব্দুল বারেক
দুশ্চিন্তায় ছিলাম, ছাত্রলীগ ধান কেটে দেওয়ায় আমি খুশি
শ্রমিক না পেয়ে পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার কৃষক আব্দুল বারেক। ছাত্রলীগের নেতাকর্মীরা তার ৫০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ায় সেই দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েছেন তিনি। এতে ওই কৃষক খুব খুশি।
কৃষক আব্দুল বারেক বলেন, ‘শ্রমিক না পাওয়ায় ধান কাটা নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম। এখন ছাত্রলীগ নেতাকর্মীরা আমার ধান কেটে দিয়েছে। এতে আমি অনেক খুশি।’
মঙ্গলবার (২ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার আলালপুর গ্রামের কৃষক আব্দুল বারেকের ধান কেটে দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য তানভীর জোবায়ের ইসলামসহ সংগঠনের ৩০ জন নেতাকর্মী। তারা ওই কৃষকের ৫০ শতাংশ জমির ধান কেটে, বেঁধে বাড়ি পৌঁছে দেন।
ধান কাটায় অংশ নেওয়া ছাত্রলীগ নেতা তারিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশের পর বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশের অসহায় কৃষকদের পাশে থাকতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে। আমরা সংগঠনের কর্মী হিসেবে কৃষক আব্দুল বারেকের দুশ্চিন্তার বিষয়টি জানতে পেরে তার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। ধান কাটায় অংশ নেওয়া ছাত্রলীগ নেতাকর্মীরাও সবাই আনন্দিত।
সুত্র jagonews24.com