বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে ভান্ডারিয়ায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ, জেলা যুবলীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার বিকালে ভান্ডারিয়া সরকারি কলেজ মাঠ থেকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে একটি বিক্ষাভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার। এসময় উপস্থিত ছিল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী তালুকদার, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, টুঙ্গিপাড়া আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক জোমাদ্দর, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু, সিনিয়র সহ সভাপতি গিয়াস উদ্দিন লিটন পেশকার, সাধারণ সম্পাদক এহসমা হাওলাদার, যুব মহিলালীগের সভাপতি আসমা সুলতানা যুথী, ছাত্রলীগের আহবায়ক রেদোয়ান সিকদার রিচান, রেদোয়ানুল হক রিয়াদ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির দেয়ার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার গ্রেপ্তারের দাবী করেন।