বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৪:২০ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড পূর্ণনিব্যাস না করে পূর্ণবহাল রাখার দাবিতে স্মরকলিপি এবং মানববন্ধন পালন করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে স্থানীয় শহীদমিনার চত্তরে সর্বস্থরের জনগনের উদ্যোগে এ স্মরকলিপি ও মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীযুবলীগের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন, আখি বেগম, আফরোজা বেগম, শুভ মস্টার। বর্তমান কাউন্সিলর জালাল সিকদার, আঃ সত্তার মাস্টার, ফারুক জোমাদ্দার, ফোরকান জোমাদ্দার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আহাদুল ইসলাম রুবেল, জালাল কবিরাজ, লিটন তালুকদারসহ ৩ নং ওয়ার্ডের নারি-পুরুষ যুবরা উপস্থিতি ছিলেন।
এসময় বক্তারা বলেন ৩নং ওয়ার্ড কিছু আংশ কেটে ৭ নং ওয়ার্ডের সাথে সংযুক্ত করায় স্থানীয় ভোটারদের মধ্যে বিরুপ প্রক্রিয়া দেয়া দিয়েছে। কেটে নেয়া অংশের ভোটারগণ নিজ এলাকায় ৬৭ নং নিজ ভান্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আসছে। ওয়ার্ড পূর্ণনিব্যাস করলে ভোটারগণ প্রায় ২ কিলোমিটার দূরে গিয়ে ৭৬নং দক্ষিণ ভান্ডারিয়া প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। যা ভোটারদের জন্য অত্যান্ত কষ্টসাধ্য। বক্তারা আরো বলেন দাবী আদায় না হলে কঠোর কর্মসুচী ঘোষনা দিবেন । এদিকে মানববন্ধন শেষে আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কমিশন অফিসারের নিকট সারকলিপি প্রদান করবেন।