সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষে রবিবার (২৮ মে) দুপুরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা এবং শিশুদের চিত্রাংকন ও বড়দের রচনা প্রতিযোগিতায় অুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রাণী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর প্রশাসক মো.ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না প্রমুখ। পরে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ পরিচালনায় বিশেষ অবদান রাখায় ১৯৭৩সালের ২৩শে মে প্রথম জুলিও কুরি পুরস্কার লাভ করেন।