সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৮:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কাউখালীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত শেখ হাসিনার উন্নয়নে বাংলাদেশ রোল মডেল -মহিউদ্দিন মহারাজ সাংবাদিক ছগির হোসেনের মৃত্যুতে দোয়া ও মিলাদ কাউখালীতে নিজ উদ্যোগে রাস্তার সংস্কারের কাজ করছেন মহিউদ্দিন মহারাজ ভান্ডারিয়ায় দুই ব্যাংক গ্রাহকের আড়াই লাখ টাকা চুরি সংঘবদ্ধ চক্রের চার নারী সদস্য আটক তত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না -নজরুল ইসলাম খান দক্ষিণাঞ্চলে বিএনপি’র ৮০ কিমি রোডমার্চ পটুয়াখালী থেকে শুরু পিরোজপুরে শেষ ভান্ডারিয়ায় ডাকাত দলের সদস্য আটক কাউখালীতে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ভান্ডারিয়া মাদ্রাসা ছাত্রকে বেধড়ক মারধর! হাসপাতালে ভর্তি ও তদন্ত কমিটি গঠন কাউখালীতে উপজেলা ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কাউখালীতে এলসিএস কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত ইন্দুরকানী সরকারি কলেজের ইংরেজি প্রভাষক শারমিন হোসাইন আর নেই পিরোজপুরের নাজিরপুরে এসিল্যান্ডের ঘুষের নির্দেশনার কথোপকথন ভাইরাল- বিভিন্ন দুর্নীতির অভিযোগ কাউখালীতে দিনব্যাপী সমবায় ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালন কাউখালীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উদ্বোধন কাউখালীতে মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষের উদ্বোধন
পিরোজপুরে মাদরাসা ছাত্র হত্যা মামলার ৪ জনকে যাবজ্জীবন

পিরোজপুরে মাদরাসা ছাত্র হত্যা মামলার ৪ জনকে যাবজ্জীবন

 

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মাদ্রাসা ছাত্র তানভীর আহসান সাকিব হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মুহাঃ মহিদুজ্জামান আসামীদের উপস্থিতিতে এ আদেশ দেন। যাবজ্জীবন দন্ড প্রাপ্তরা হলো সদর উপজেলার একপাই জুজখোলা গ্রামের খলিল মোল্লার পুত্র দুলাল মোল্লা, কদমতলার বাসিন্দা মৃত ওহাব মোল্লার ২ পুত্র সাইদুল ইসলাম ওরফে সায়েদ শেখ ও মোঃ শহিদুল ইসলাম এবং একই এলাকার আলম শেখ এর পুত্র বেল্লাল শেখ। আদালত এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় হাফিজ শেখ ও আনিস শেখকে বেকসুর খালাস প্রদান করেছেন।]

 

মামলার বিবরণে জানাযায়, ২০১৭ সালের ৬মে সদর উপজেলার কদমতলা গ্রামের মৃত আলতাফ হোসেন এর পুত্র পিরোজপুর ফাযিল মাদ্রাসার ১০ম শ্রেনীর ছাত্র তানভীর আহসান সাকিব ছাত্রলীগের কমিটি গঠন ও পিকনিকের জন্য গণসংযোগ শেষে বন্ধু-বান্ধবসহ পোরগোলা থেকে ৪ থেকে ৫টি মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ৯টার দিকে পথিমধ্যে একপাই জুজখোলার ধোপাবাড়ি ব্রিজের উপর পৌছাতে না পৌছাতেই ওত পেতে থাকা ১০ থেকে ১২ জন দৃষ্কৃতকারী তাদের উপর হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। এ ঘটনায় সাকিব ও তার বন্ধু আকাশ ও সিয়াম রক্তাক্ত জখম হয়। সঙ্গীয় লোকজন আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। গুরুরত আহত সাকিবের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানেও অবস্থার আরও অবনতি ঘটলে ঢাকায় রেফার্ড করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত সাকিবের মা দেলোয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা (জিআর ৯০/১৭, থানার মামলা নং-০৫, তারিখ-০৬-০৫-২০১৭) দায়ের করে। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। এর আগে সাজাপ্রাপ্ত আসামীরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক, মামলার পারিপাশির্^ক অবস্থা, বিচার বিশ্লেষণ শেষে এই রায় ঘোষনা করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট ফারুক আহম্মেদ সরদার এবং আসামী পক্ষে এ্যাডভোকেট আহসানুল কবির বাদল মামলা পরিচালনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana