মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৩:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত স্বামী ১৪ বছর পর গ্রেপ্তার পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় আবারো ৩ জন নিহত পিরোজপুরের এক জেলের জালে ধরা পড়ল ২০ লাখ টাকার লাক্ষা মাছ কাউখালীতে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত ভান্ডারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পিরোজপুরে বাস অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপিত কাউখালীতে মৎস্য কার্ডধারী জেলেদের ছাগল বিতরণ ভান্ডারিয়ায় স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস পালিত ভান্ডারিয়ায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান রাষ্ট্রীয় সম্মান নিয়ে কাউখালীর বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের শেষ বিদায় কাউখালীতে ব্রীজ নির্মান কাজ ৫ বছরে শেষ না হওয়ায় জনগনের ভোগান্তি চরমে কাউখালীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার একটি অংশ–মহিউদ্দিন মহারাজ (এমপি) মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষার হলে দুই ভাই ভান্ডারিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন শাহ বাবুল মারা গেছেন পিরোজপুরে প্রতারণা মামলায় এহ্সান গ্রুপের অফিস সহকারী নাজমুল গ্রেফতার কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু কাউখালীতে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের ব্যাপক প্রচারনা
পিরোজপুরে মাদরাসা ছাত্র হত্যা মামলার ৪ জনকে যাবজ্জীবন

পিরোজপুরে মাদরাসা ছাত্র হত্যা মামলার ৪ জনকে যাবজ্জীবন

 

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মাদ্রাসা ছাত্র তানভীর আহসান সাকিব হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মুহাঃ মহিদুজ্জামান আসামীদের উপস্থিতিতে এ আদেশ দেন। যাবজ্জীবন দন্ড প্রাপ্তরা হলো সদর উপজেলার একপাই জুজখোলা গ্রামের খলিল মোল্লার পুত্র দুলাল মোল্লা, কদমতলার বাসিন্দা মৃত ওহাব মোল্লার ২ পুত্র সাইদুল ইসলাম ওরফে সায়েদ শেখ ও মোঃ শহিদুল ইসলাম এবং একই এলাকার আলম শেখ এর পুত্র বেল্লাল শেখ। আদালত এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় হাফিজ শেখ ও আনিস শেখকে বেকসুর খালাস প্রদান করেছেন।]

 

মামলার বিবরণে জানাযায়, ২০১৭ সালের ৬মে সদর উপজেলার কদমতলা গ্রামের মৃত আলতাফ হোসেন এর পুত্র পিরোজপুর ফাযিল মাদ্রাসার ১০ম শ্রেনীর ছাত্র তানভীর আহসান সাকিব ছাত্রলীগের কমিটি গঠন ও পিকনিকের জন্য গণসংযোগ শেষে বন্ধু-বান্ধবসহ পোরগোলা থেকে ৪ থেকে ৫টি মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ৯টার দিকে পথিমধ্যে একপাই জুজখোলার ধোপাবাড়ি ব্রিজের উপর পৌছাতে না পৌছাতেই ওত পেতে থাকা ১০ থেকে ১২ জন দৃষ্কৃতকারী তাদের উপর হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। এ ঘটনায় সাকিব ও তার বন্ধু আকাশ ও সিয়াম রক্তাক্ত জখম হয়। সঙ্গীয় লোকজন আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। গুরুরত আহত সাকিবের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানেও অবস্থার আরও অবনতি ঘটলে ঢাকায় রেফার্ড করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত সাকিবের মা দেলোয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা (জিআর ৯০/১৭, থানার মামলা নং-০৫, তারিখ-০৬-০৫-২০১৭) দায়ের করে। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। এর আগে সাজাপ্রাপ্ত আসামীরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক, মামলার পারিপাশির্^ক অবস্থা, বিচার বিশ্লেষণ শেষে এই রায় ঘোষনা করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট ফারুক আহম্মেদ সরদার এবং আসামী পক্ষে এ্যাডভোকেট আহসানুল কবির বাদল মামলা পরিচালনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana