কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
শনিবার রাতে (১০ জুন) কাউখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া পিরোজপুরের কাউখালী উপজেলার কুমিয়ান ও কচুয়াকাঠী গ্রামে আশ্রয়ন প্রকল্পের নির্মিত ৭১ টি ঘরের বৈদ্যুতিক লাইন সংযোগের শুভ উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা। এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী উপজেলা পল্লী বিদ্যুতের ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা পিআইও অফিসের উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সাকির। ঘর ও বৈদ্যুতিক লাইন পেয়ে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ওবায়দুল বেপারী ও আবুল হোসেন বলেন এতদিন আমাদের ঘরের কোন ঠিকানা ছিল না। মুজিব শতবর্ষ উপলক্ষে এখন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অবদানে আমরা আমাদের স্থায়ী ঘরে ঠিকানা পেলাম।