কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
বীর মুক্তিযোদ্ধার জেলা পরিষদের দখলীয় সম্পত্তি জোর পূর্বক দখলের পায়তারার প্রতিবাদে কাউখালী প্রেসকাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার (১৭ জুন)সকালে সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সভাকক্ষে লিখিত বক্তব্যে মরহুম বীর মুক্তিযোদ্ধার শ্যালক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম পলাশ সিকদার বলেন রাস্তায় পার্শ্বের জেলা পরিষদের জায়গা তার ভগ্নিপতির দখলে থাকা স্বত্বেও জেলা পরিষদের সদস্য মহিদুল মুন্সী ও তার ভাই ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর মুন্সীর ছেলে রাসেল মুন্সী সম্পূর্ণ বে-আইনীভাবে দখল করার পায়তারা করছে। আমার বোন তাদের এহেন কর্মের প্রতিবাদ জানালে তারা আমার বোনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি প্রদান করে। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম মীর আফজাল হোসেন এর স্ত্রী ফেরদৌস জাহান মাইটি, মুক্তিযোদ্ধার সন্তান শেখ মৌসুমী ইসলাম, মীর জিয়া, নারী নেত্রী মেরিনা আক্তার, আবু তালহা প্রমূখ\ সংবাদ সম্মেলন শেষে প্রেসকাব চত্বরে ভূক্তভোগীরা মানব বন্ধন করেন।
এ ব্যাপারে জেলা পরিষদের সদস্য মুহিদুল মুন্সী ও তার ভাইয়ের ছেলে রাসেল মুন্সী বলেন আমরা ওই জায়গায় কখনও যায়নি বা আমাদের পরিবারের কারো নামে জেলা পরিষদের কোন সম্পত্তি ডিসিআর নাই। বরং তারা উক্ত সম্পত্তি অবৈধভাবে ডিসিআর ছাড়া জায়গা ভোগ দখল করতেছে। উল্লেখিত জেলা পরিষদের জায়গা স্থানীয় গৌতম মাঝি সহ আরো কয়েকজনের নামে ডিসিআর কাটা আছে। আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তারা এহেন সংবাদ সম্মেলন ও মানব বন্ধন করেন।