এম এফ এইচ রাজু,পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় দৈনিক মানবজমিন ও ৭১ টিভি জামালপুরের বকশিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের করেছে মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাব।
শনিবার (১৭ জুন) সকাল ১০ টায় পৌরশহরের শহীদ মিনার সম্মুখ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাব সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকদের অংশগ্রহনে মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান শরীফ, মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাজমুল কবির এর সভাপতিত্বে যুগ্মসম্পাদক মর্তুজা হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল আকন, সহ-সভাপতি আইউব আলী হাং, সহ-সভাপতি আফজাল হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি এসমাইল হাওলাদার, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক শামিমা সুলতানা রোজি, সাংবাদিক সাইদুল হোসেন, রিয়াজুল ইসলাম সজিব প্রমুখ।
বক্তারা সারা দেশে বিভিন্ন সময়ে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সরকারের জোরালো পদক্ষেপ দাবি করেন। এছাড়াও ব্যানার ও ফেস্টুন টাঙিয়ে সাংবাদিক নাদিম হত্যায় জড়িত সকল খুনিদের অবিলম্বে গ্রেফতার পূর্বক সর্বোচ্চ শাস্তির দাবি জানান। সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম (গোলাম রব্বানি) ওপর অসন্তুষ্ট হয়েছিলেন। আগেও তিনি নানাভাবে হেনস্তা করার চেষ্টা করেছেন। এরপর নাদিম তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে একটি লাইক করেন। পরে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রশাসনের নিকট সার্বিক নিরাপত্তা চেয়েও শেষ রক্ষা হয়নি নাদিমের।
১৪ জুন রাতে সংবাদ সংগ্রহ শেষে বাসায় ফেরার পথে হত্যার উদ্দেশ্যে চেয়ারম্যান বাবু ও তাঁর পুত্র ১৪-১৫জন নিজ দলীয় কর্মী ও সাঙ্গোপাঙ্গ নিয়ে সাংবাদিক নাদিমের মোটরসাইকেল থামিয়ে তার উপর নেককারজনক হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে চিকিৎসারত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জুন মারা যান নাদিম। সাংবাদিক গোলাম রব্বানি এমন সময়ে নিহত হলেন, অর্থাৎ ১৬ জুনের প্রাক্কালে, যে দিনটি বাংলাদেশের সংবাদ মাধ্যম ও গণমাধ্যমের ইতিহাসে একটি ঘৃণিত ও লজ্জিত দিন। ১৯৭৫ সালের ১৬ জুন ৪টি পত্রিকা সরকারি নিয়ন্ত্রণে রেখে বাকি সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল এতো বছর পরে, জামালুপরের সাংবাদিক গোলাম রব্বানির হত্যার ঘটনা আমাদের সংবাদমাকর্মীদের করুণ চিত্র এবং আওয়ামী লীগ আমলে সংবাদপত্র নিয়ন্ত্রণের লজ্জাজনক অধ্যায় মনে করিয়ে দিল। বাংলাদেশে সাংবাদিক নির্যাতন, গণমাধ্যম নিয়ন্ত্রণে কালো আইন, ডিজিটাল নিরাপত্তা আইন প্রায় নজিরবিহীন ঘটনা।