বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
ইন্দুরকানী প্রতিনিধিঃ
ইন্দুরকানী সরকারি কলেজের ইংরেজি প্রভাষক শারমিন হোসাইন (৪৫) আর নেই। তিনি সোমবার দিবাগত রাত একটার দিকে উচ্চ রক্ত চাপের কারনে অসুস্থ হয়ে পড়েন। পরে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মস্তিস্কে রক্তক্ষরণের কারনে তাঁর মৃত্যু হয় বলে জানা যায়।
মঙ্গলবার সকালে জানাজা শেষে উপজেলার চন্ডিপুরে তাঁর বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি স্বামী ও এক বছরের একটি কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন। ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম. মতিউর রহমান, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সিদ্দিকী, সরকারি ইন্দুরকানী কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলের নেতৃবৃন্দ।