কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা বুধবার বিকেলে (২০ সেপ্টেম্বর) উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুণ্ড, মেডিকেল অফিসার ডাক্তার তৌফিক হাসান সৌরভ, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।