জানাযায়, নিহত অপু সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামের বাসিন্দা আঃ জব্বারের ছেলে। বিষয়টি নিশ্চিত করে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো: ছরোয়ার হোসেন।অপুর স্বজন আজাদ জানান, ‘অপুকে গত বুধবার একই গ্রামের সাবেক মেম্বর মকবুল হোসেন শেখের ছেলে রুমান ডেকে নিয়ে যায়। সেই থেকে অপু নিখোঁজ ছিলো। পরে আজ শনিবার সকালে ওই গ্রামের জহির নামের এক ছেলে রুমানের বাড়ির পাশের বাগানে সুপারি পাড়তে গেলে দুর্গন্ধ পায়। পরে জহির বিষয়টি পাশের মাদ্রাসার সামনে থাকা লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে লাশ দেখতে পায়। এ সময় তার ডাক চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে অপুর অর্ধ গলিত লাশ দেখতে পায়। পরে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে রুমানের ঘর ঘেরাও করে এবং দুইটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।’
এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে পিরোজপুরের পুলিশ সুপার মো. শফিউর রহমান ও সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ- কাউখালী সার্কেল) সাবরিনা মেহেবুব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ বিষয় নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো: ছরোয়ার হোসেন জানান, শনিবার সকালে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।