ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে উন্মুক্ত জলাশয়ে ৫২০ কেজি মাছের পোনা অবমুক্ত করেছে উপজেলা মৎস্য দপ্তর। শনিবার দুপুরে উপজেলার বালিপাড়া বাজার বাইতুল আমান জামে মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করনের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। রাজস্ব বাজেট এবং দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সাতটি প্রতিষ্ঠানিক ও সরকারি পুকুরে এবং দুটি খালে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা মাছের মধ্যে ৫০০ কেজি রুই মাছ এবং ২০ কেজি দেশীয় প্রজাতির মাছ ছিল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা) মোঃ সৈকত মল্লিক, ৩ নং বালিপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন, মেরিন ফিসারিস অফিসার আইনুল মিশাত, স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন মৃধা, রিয়াজুল ইসলাম বয়াতি ও চন্ডিপুর ইউনিয়নের ইউপি সদস্য শাহাদাত হোসেন হিরু তালুকদার।
অপরদিকে দুপুর দুইটায় পাড়েরহাট ইউনিয়নে খালে মাছের পোনা অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন হাওলাদার, ইউপি সদস্য মিজানুর রহমান হাওলাদার প্রমূখ।