মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১১:১৭ অপরাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় সবুজ নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে জেলার মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া-সাপলেজহা সড়কের আমরাগাছিলা এলাকায় এ ঘটনা ঘটে।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কলেজছাত্র মো. সবুজ গাজী (১৮) জেলার গ্রামের কবির গাজীর পুত্র এবং ডা. রুস্তুম আলী ফরাজী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান জানান, সকালে মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মানিকখালী গ্রামের নিজ বাড়ি থেকে সবুজ নিজের মোটরসাইকেলে করে কলেজের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় মঠবাড়িয়া-সাপলেজহা সড়কের আমরাগাছিলা এলাকায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে আঘাত করে।
পরে স্থানীয়রা সবুজকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছেন।