মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১১:২৭ অপরাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর ) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় ভান্ডারিয়া তিন কৃষকের গোয়াল ঘরে পালাক্রমে চোর হানা দিয়ে ৯টি গাভী চুরি করে নিয়ে গেছে। মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলার ইকড়ি ইউনিয়নের ইকড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এতে তিন কৃষকের গোয়াল ঘর এখন শূণ্য হয়ে পড়েছে।
থানা ও ভূক্তভোগি কৃষকরা জানান, মঙ্গলবার দিনগত গভীর রাতে সংঘবদ্ধ একদল চোর ইকড়ি গ্রামের কৃষক কাঞ্চন তালুকদার এর গোয়াল ঘরে তালা ভেঙ্গে ৪টি গাভী নিয়ে যায়। পরে চোরের দল পালাক্রমে একই গ্রামের পল্লী চিকিৎসক মো. জাহাঙ্গীর হোসেন এর গোয়াল ঘর থেকে ২টি গাভী ও একই গ্রামের কৃষক মো. নজরুল ইসলাম এর গোয়াল ঘরের তালা ভেঙ্গে ২টি গাভী ও একটি বলদ গরু নিয়ে যায়। তিন কৃষকের গোয়ালঘর এখন শূণ্য অবস্থা বিরাজ করছে।
কৃষক কাঞ্চন তালুকদার বলেন, চারটি গাভী প্রতিপালন করে দুধ বিক্রি করে আমার পরিবারের ভরণপোষণ চলতো। এখন গোয়ালঘর শূণ্য হয়ে আমি পথের ফকি হয়ে গেলাম। কিভাবে সংসার চলবে আল্লায় জানেন। একই রাতে পালাক্রমে তিন কৃষকের গোয়ালঘরের গরু চুরি বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভান্ডারিয়া থানার উপ পরিদর্শক মো. ফারুক হোসেন বিষয়টি নিন্ডিত করে জানান, একই রাতে তিন কৃষকের নয়টি গরু সংঘবদ্ধ চোরের দল নিয়ে যাওয়ায় কৃষকরা বিপাকে পড়েছেন। আমরা অনুসন্ধান চালাচ্ছি।
ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ মো. আশিকুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।