কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে শাকসবজির দাম কমেছে। শীতের আগাম শাকসবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে বলে জানান ক্রেতা ও বিক্রেতারা। শনিবার (১১ নভেম্বর) কাউখালী উপজেলার বিভিন্ন সবজির বাজারে ঘুরে দেখা গেছে, শাকসবজির আমদানি চোখে পড়ার মত। দামও ক্রেতাদের নাগালের ভিতরে। এক সপ্তাহের ব্যবধানে প্রত্যেক টি সবজির দাম কমেছে।
১৫০ টাকার সিমের কেজির দাম কমে বর্তমানে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ১০০ টাকার বেগুন ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, ৬০ টাকা কেজির পটল ৩০ টাকা, ৮০ টাকা কেজি ফুলকপি ৫০ টাকা, ৬০ টাকার বাঁধাকপির ৪০ টাকা, ৬০ টাকার মূলা ৪০ টাকা, ৮০ টাকার শালগম ৬০ টাকা, ৬০ টাকার শসা ৪০ টাকা, ২০০ টাকার কাঁচা মরিচ ১২০ টাকা, ৬০ টাকার মিষ্টি কুমড়া ৫০ টাকা, ৮০ টাকা লাউ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা আল-আমিন হোসেন বলেন, বাজারে সবজির সরবরাহ বেশি থাকায় সবজি দাম কমে যাচ্ছে।
উপজেলা কৃষি অফিসার সোমা দাস বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় শীতকালীন সবজির আবাদ ভালো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালে ভিতরে রাখার জন্য আমরা বাজার মনিটরিং জোরদার করেছি। কোন অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় সিন্ডিকেট করতে না পারে আমরা সর্বদা সতর্ক দৃষ্টি রাখছি।