মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া দুই অটোচালককে হাতুড়ি পেটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্দ এলাকাবাসি। মঙ্গলবার উপজেলার বেতমোর রাজপাড়া বাজারের প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিক্ষুব্দ গ্রামবাসি অংশ নেন।
মানববন্ধন শেষে সুলতান হাওলাদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, ইব্রাহীম হোসেন লিটন, আহত অটোচালক শাহীন হাওলাদার, নাসির হোসেন হাওলাদার, ইমাম হোসেন প্রমূখ।
বক্তারা অভিযোগ করেন, উপজেলার বেতমোর রাজপাড়া গ্রামের ইব্রাহীম হাওলাদারের ছেলে অটোচালক শাহীন হাওলাদার ও সুলতান হাওলাদারের ছেলে অটোচালক মিরাজ হালাদার এর সাথে একই গ্রামের প্রতিপক্ষ আলমগীর হোসেন, আলাউদ্দিন হাওলাদার দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো । প্রতিপক্ষ আলমগীর পুলিশের হাত থেকে আসামী ছিনতাই ও পুলিশি কাজে বাঁধা দেওয়ার ঘটনায় সম্প্রতি পুলিশের
দায়ের করা মামলার ১৭ নম্বর আসামী । সম্প্রতি রাতের অন্ধকারে অজ্ঞাতনামা কযেকজন মিলে আলমগীর ও মুছাকে মারধর করে। এ ঘটনায় অটোচালক শাহীন ও মিরাজ জড়িত এমন সন্দেহে শাহীনকে গত ২ নভেম্বর বিকেলে এবং মিরাজকে ১০ নভেম্বর সকালে আলমগীর, মুছা, আলাউদ্দিন হাওলাদার ও তাদের দলবল প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।
এ ঘটনায় মঠবাড়িয়া আদালতে ও থানায় হত্যাচেষ্টার পৃথক দুটি মামলা করেছেন আহত দুই অটোচালক। প্রতিবাদ সমাবেশে দুই চালককের ওপর হামলাকারিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূল বিচার দাবি করা হয়।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আসামিরা ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।