কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেলে উপজেলা সদরের কচুয়াকাটি আশ্রয়ন প্রকল্প এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্য বলেন, মেয়েদের ১৮ বছর ও ছেলেদের ২১ বছরের আগে বিবাহ দেওয়া যাবে না। বাল্যবিবাহকে আমরা সবাই না বলি।