মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কাউখালীতে জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকবিরোধী জনসচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে পাঁচ দিনব্যাপী রাস উৎসব শুরু প্রেমের প্রস্তাব প্রত্যাখান মঠবা‌ড়িয়ায় স্কুলছাত্রীকে ব্লেড দিয়ে জখম শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে কাউখালীতে আনন্দ মিছিল ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডের বসতঘর পুড়ে ছাই পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুর-১ আসনে পুনরায় শ ম রেজাউল করিমকে নৌকার মনোনয়ন দেয়ায় ইন্দুরকানীতে আনন্দ মিছিল গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচন করবেন শেখ হাসিনা সালিশ বৈঠকে স্বামীর ইচ্ছার বিরুদ্ধে স্ত্রীকে তালাক দিতে বলায় স্বামীর আত্মহত্যার চেষ্টা নৌকার মনোনয়ন পেলেন যারা কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কমিটির গঠন ফেজবু‌কে স্টাটার্স দি‌য়ে অনার্স পড়ুয়া ছা‌ত্রের আত্মহত্যা ভান্ডারিয়ায় পানিতে ডুবে হাফিজিয়া মাদ্রাসা ছাত্রের মৃত্যু ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত দুই জাহাজের সংঘর্ষঃ ডু‌বে যাওয়া থে‌কে রক্ষা পে‌লো সা‌ড়ে ১৩ টন ডাল বোঝাই জাহাজ কাউখালীতে নবান্ন উৎসব উদযাপিত মঠবাড়িয়ায় দাখিল মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কাউখালীতে ঘূর্ণিঝড় মিথিলার প্রভাবে আমন খেতের ব্যাপক ক্ষতি শিক্ষক লাঞ্ছনার ন্যায় বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করলেন কাউখালীর ইউএন‌ও ভান্ডারিয়ায় বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী চান নেতারা

পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী চান নেতারা

দেবাশীষ মন্ডল আশীষ, নেছারাবাদ (পিরোজপুর)

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগে মুখর হয়ে উঠেছে মাঠের রাজনীতি। নানা কর্মসূচির মাধ্যমে সম্ভাব্য প্রার্থীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী তফসিল ঘোষণা করেছে ইসি। ৭ই জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। গ্রামের পাড়া-মহল্লায় ভোটের হাওয়া বইতে শুরু করেছে। আসনগুলোতে প্রার্থীদের দৌড়ঝাঁপ চলছে। শুরু হয়েছে গুঞ্জন। কে পাচ্ছেন দলীয় মনোনয়ন। তবে প্রার্থীদের অনেকেই মাঠে নেমে পড়েছেন। ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন।

কেউ কেউ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরছেন। অনেকে আবার ইউনিয়ন ও ওয়ার্ডে ঘুরে উঠান বৈঠক করছেন। ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতির কমতি নেই। ভোটারদের মাঝেও উৎসবের আমেজ বইতে শুরু করেছে। প্রার্থীদের কাছে যেন চাওয়ার শেষ নেই। তবে ভোটের মাঠে আওয়ামী লীগের সরব উপস্থিতি থাকলেও বিএনপি এখনো রাজপথে আন্দোলনে ব্যস্ত আছে। নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি’র আন্দোলন চলমান আছে। দিচ্ছেন নতুন নতুন কর্মসূচি। বিএনপি’র নেতারা শহর মুখী, গ্রামগঞ্জে তাদের প্রচার প্রচারণা একদম নেই বললেই চলে।

দেশের অন্যান্য আসনগুলোর মতো পিরোজপুর-২ আসনেরও ভোটের তোড়ঝোড় শুরু হয়েছে। প্রার্থীরা সকলে কেন্দ্রে ছুটছেন। নেতাদের মন জয় করে দলীয় টিকিট বাগিয়ে নিতে চেষ্টা করছেন। পিরোজপুর-২ আসন বরাবরই আলোচনায় থাকে। এ আসনে প্রায় সময়ই একাধিক প্রার্থী মনোনয়ন চাইছেন। নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণা চালাচ্ছেন ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীরা। তবে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টিসহ অন্য দলগুলোর তেমন কোনো প্রচারণা চোখে পড়ছে না। পিরোজপুর ১ ও ২ আসন বিন্যাসের ফলে ভোটাররা প্রার্থী মনোনয়ন নিয়ে বিভ্রান্তিকর অবস্থায় পড়েছেন। এদিকে ১৪ দলের জোটের প্রার্থী ও জিপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু পেতে পারে মনোনয়ন এই নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। আওয়ামী লীগের হেভি ওয়েট প্রার্থীরা চাচ্ছে আওয়ামী লীগ থেকে নৌকার প্রার্থী আসুক।

ভান্ডারিয়া- কাউখালী- নেছারাবাদ উপজেলা নিয়ে পিরোজপুর-২ আসন, দীর্ঘদিনের আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত নেতারা বলেন, জয়ী হবার মতো ভোট থাকলেও তাদের আসনটি ছাড়তে হচ্ছে জাতীয় পার্টির জেপিকে। অথচ এই আসনে তাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। পিরোজপুর-২ আসনের জনগণ আওয়ামী লীগের একজন পরীক্ষিত প্রার্থী চান, তারা চান নৌকা মার্কার একজন প্রার্থী মনোনয়ন পাবে। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার প্রার্থী হিসেবে যাকেই মনোনয়ন দিবে তাকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে বিপুল ভোটে আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন। আর জাতীয় পার্টির নেতারা বলছেন, ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু এখানে নির্বাচিত হন বলে আমরা গর্বিত। তবে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর দিক থেকে এখনো কোনো প্রচার-প্রচারণায় ও সিদ্ধান্ত জানানো হয়নি। তাদের নেই কোন প্রচার-প্রচারণা।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ইসহাক আলী খান পান্না গত দুইবার জাতীয় ইলেকশনে নৌকার মনোনয়ন পেয়েও দলের সিদ্ধান্তের জন্য তা বাতিল হয়েছিল। তার অনুসারীরা চান তাকে দিয়েই এই আসনটি ধরে রাখতে। ক্ষমতাসীন দল বরাবরের মতো জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চান।

সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ মাঠে মিটিং, মিছিল, গণসংযোগ, উঠান বৈঠক, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক কর্মকাণ্ড ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে আর্থিক সহযোগিতাসহ নানা কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। শহরের অলিগলি থেকে গ্রাম-মহল্লায় শোভা পাচ্ছে তার বিলবোর্ড, ব্যানার, পোস্টারসহ বিভিন্ন ধরনের প্রচার অনুষঙ্গ।

কেউ দলীয় নেতাকর্মীদের নিয়ে করছেন উঠান বৈঠক। কেউবা গ্রামগঞ্জের বিভিন্ন হাটবাজারে গিয়ে সরাসরি ভোটারদের কাছে দলীয় প্রতীকে ভোট চাইছেন। দলীয় মনোনয়নের ব্যাপারে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। সবাই নিজেকে যোগ্য মনে করছেন। মনোনয়ন পেলে দলের আস্থার প্রতিদান দেয়ার ইঙ্গিত দিচ্ছেন। এই আসনে নৌকার মনোনয়ন দৌড়ে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট কানাইলাল বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা ও সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম।

এদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি চায় এই আসনটি পুনরুদ্ধার করতে। আসনটি দখলে নিতে নির্বাচনে মাঠে নেমে নেতারা বলছেন, ক্ষমতাসীনদের অত্যাচারে অতিষ্ঠ মানুষ, এবারের ভোট তারাই পাবেন। দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন বিএনপি নেতাকর্মীরা।

উল্লেখ্য, এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২০ হাজার ৫৩৫ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana